খলখলে বায় ঝরঝরে বয়
শীতে কাঁপি বসে ঘরে,
থরথরে কাঁপে থুরথুরে বুড়ো
হরি ডাকে বারে বারে।


মিনমিনে চোখে ফিসফিস কথা
কাঁথা মুড়ে ঠাকুমা রয়,
খিটখিটে দাদুর হড়হড়ে কফ
তিনি মালায় ধরিয়া লয়।


ফুটফুটে খোকা মিটিমিটি চায়
থাকে মায়ের আঁচল ঘুড়ে,
গনগনে গরম বেশি বেশি পায়
মায়ের আদরের কোল জুড়ে।


গটগট হেঁটে হনহনিয়ে চলে
মোজা বুট পরে খোকা,
লটলটে ব্যাগ ঝুলে ঝুলে পড়ে
যেন খোকাকে দেয় ধোঁকা।


স্যাঁতসেঁতে লাগে ধপধপে শিশির
পুরো গায়ে যেন যায় লেপে,
হয় খুশখুশে কাশি ঘুষঘুষে জ্বর
মোরা ঠান্ডায় যাইযে কেঁপে।


বলবলে চুল ফুলেফেঁপে থাকে
যেন বুনো করেছে বাঁসা,
শীতের খসখসে গা চরচরে পা
হয় শীত কামড়ের চাষা।
           --------- রঞ্জন গিরি।