তোমায় খুঁজি সকাল সাঁঝে,
তোমায় খুঁজি সকল কাজে।
তোমায় খুঁজি হৃদয় মাঝে,
তোমায় খুঁজি বিজয়ী সাজে।
তোমায় খুঁজি সবুজ পাতায়,
তোমায় খুঁজি গুল্ম লতায়।
তোমায় খুঁজি সাগর বুকে,
তোমায় খুঁজি মৎস্য লোকে।
তোমায় খুঁজি শালুক ফুলে,
তোমায় খুঁজি সকল ফলে।
তোমায় খুঁজি জীবের প্রাণে,
তোমায় খুঁজি জড়র সনে।
তোমায় খুঁজি সূর্য্যালোকে,
তোমায় খুঁজি মাটির বুকে।
তোমায় খুঁজি শশীর গায়ে,
তোমায় খুঁজি মলিন বায়ে।
তোমায় খুঁজি রাজ পথে,
তোমায় খুঁজি গলির বুথে।
তোমায় খুঁজি দীনের শ্রমে,
তোমায় খুঁজি ধনীর ধামে।
তোমায় খুঁজি মূর্তি গড়ে,
তোমায় খুঁজি মৃতের ধড়ে।
তোমায় খুঁজি খিদের বেলায়,
তোমায় খুঁজি খাওয়ার থালায়।
তোমায় খুঁজি শিশুর মনে,
তোমায় খুঁজি বৃদ্ধের সনে।
তোমায় খুঁজি আমার দেহে,
তোমায় খুঁজি সংসার মোহে।
তোমায় খুঁজি দিনে রাতে,
তোমায় খুঁজি সর্ব ভূতে।
তোমায় খুঁজি তোমার বিশ্ব ঘরে,
শুধু তোমায় খুঁজে বেড়াই ঘুরে।
             ---------- রঞ্জন গিরি।