শুক্রতারল্যে সমাজ শক্তিহীন
সুনন্দের সংসার হলো শেষ,
শ্রী লিঙ্গ বিনা শ্রীহীন শীলতায়
সমাজের সতীন্দ্র ফেলে দ্বেষ।


বীচিহীন বীরত্ব বৈধব্যের সমান
বোবা বাঁশি, না বাজে সুর,
বন্যতায় বিকাশ বন্য বরেণ্যের
বোবার বধিরতা বিবাগী কর্পূর।


ধরণী ধর্ষিত ধর্ম ধারকের দ্বারা
ধনের মূল্যে ধ্বনিত ধ্বজা,
ধটি ধারণ ধর্ষক ধারক বাহক
ধ্বংসে ধমনীর ধাতের লুটে মজা।


উলঙ্গ ঔদ্ধত্যে উৎকৃষ্ট উদ্যমে
উঁকিঝুঁকি মারে উন্মত্ত সমাজ,
উত্তমতা হারায় উঠে দাঁড়ানোর
উষ্ণতাহীন উৎপাত করে রাজ।


সবুজ সঙ্গমে শ্রীহীন সাফল্যতা
শয়তানের শৌর্য্যে সমাজ মজে
শালীনতাহীন শৌখিনতার শখে
সভ্য সমাজ সুখ সাম্রাজ্য খোঁজে।
                     -------- রঞ্জন গিরি।


অল্প কিছু সূত্র:শুক্রতারল্য/তেজহীন, সুনন্দ/প্রীতিকর,
শীলতা/বিশিষ্টতা, বীচি/দীপ্তি, বিবাগী/উদাসীন