সিজে কায়া সিঁতিয়ে থাকে
সিঁড়ি বাইতে গিয়ে,
সিকা মাগে সিঁড়ির ধাপে
সিতে মুখোশ নিয়ে।
সিদ্ধহস্ত সীমাহীন ভাবে
সিঙ্গাড়া প্রস্তুতকারী,
সিঙ্গাপুরের শিক্ষা যে তার
সিক্কার সিঙ্গাড়া কারবারী।
সিকা প্রনামী সিদ্ধিদাতার
সিদ্ধপুরুষ তিঁনি বটে,
সিঁথি ফাঁকা সিকা হীনে
সিঙ্গাড়া নাই জোটে।
সিরসির করে দাঁত গুলো
সিদ্ধিদাতায় কামড়ে খাই,
সিংকোনা নেই ম্যালেরিয়ার
সিঁটে ভয়ে কাঁপি তাই।
            ------- রঞ্জন গিরি।


[কবিতাটি বোঝাবার জন্য সামান্য ক্লু দিলাম----সিজে কায়া >শুকনো বিদীর্ণ হৃদয় অর্থে দৌলত হীন মানুষ, সিঙ্গাড়া>সামসা অর্থে চাকরি বা পেনশন তাঁর কাছ পর্য্যন্ত পৌঁছাতে অনেক অনেক প্রমান পত্র জমা নিতে মিষ্টি ঘুষখোর থাকে প্রতিটি ধাপে অর্থাৎ প্রতিটি টেবিলে তাঁকে সিক্কা>টাকা অর্থে ঘুষ দিতে হয়। আর তখন এই সব মানুষকে দেখলে ঘুষ না দিতে পেরে কুকুরের মতো কামড়ে মাংস তুলে নিতে ইচ্ছে করে কিন্তু সিংকোনা >ম্যালেরিয়া ঔষধ অর্থে প্রতিষেধক গরীবের পকেটে নেই তাই ভয়ে বসে কাঁপি। এই পর্যন্ত্য ! ধন্যবাদ! ]