উটকো ষোল'র মটকা গরম
প্রেমে দিলে বাধা,
মন্দ ভালো না বোঝে তাঁরা
বোঝে কৃষ্ণ-রাধা!


রোমিও জুয়েলেট সাজতে তাঁরা
মৃত্যুতেও হয় রাজি,
পিতা-মাতার ঘুম কেড়ে তাঁরা
রাখে জীবন বাজী!


তাঁরা কাজীর বিচার পাজী ভাবে
আঠারোকে না জানে,
তাঁদের সামান্তরাল প্রেম যেখানে
কে চায় মিয়া-বিবির পানে?


তাঁদের ভাসছে স্বপন থাকছে ডুবে
রঙ্গীন আশার মাঝে,
তাঁদের মান,অর্থ সব বলে মাটি নাকি
সব প্রেমের মধ্যো খুঁজে!


তাঁদের জ্বলছে আগুন ফুটছে প্রেম
যৌবন আসার আগে,
তাঁরা প্রেমের অপূর্ণতা পূর্ণতা চায়
বসে থাকে নিশি জেগে।


এযে সত্য,ত্রেতা,দাপরের পর
এঁরাই কলির জুটি,
চিটে গুড়ের পিঁপড়ের মতো
গুড়ে খায় লুটোপুটি!


ষোড়শ-ষোড়শীর হয় যে প্রেম
আপনা-আপনিতে,
হাজার কটুক্তি না হয় মুক্তি
বিপরীত হয় হিতে!
                --------- রঞ্জন গিরি।