অবোধ নয় সুবোধ সখা,
ভগবানের পেলেন দেখা,
মূদিত চক্ষুতে করলেন ধ্যান,
ভগবান তাঁরে আশীষ দেন।
আজ স্বর্গে তিঁনিগেলেন চলে,
সজন কাঁদে যে চোখের জলে।
মায়ায় মায়ায় সংসার মোড়া,
তবুও না থামে যমের ঘোড়া।
তাঁর হৃদয় পক্ষীর ঝাপট থামে,
তাঁরে কপাট খুলে টানল যমে।
আবার সুবোধ হয়ে জন্ম নিও,
তুমি বোধ জ্ঞানে বোধী হও।
স্মরণে তোমায় শ্রদ্ধা জানই,
তোমার চরণধূলি ললাটে লই।
              -------- রঞ্জন গিরি।


আজ এক সজনের মৃত্যুতে,
এই কবিতাটি লিখতাটি লিখে সজনে উপহার দিলাম!