বেচারামের উপর হস্ত
                কেনারামের হাত,
দুজনে ভিন্ন মেরুর
            দুজনেই  দিন' রাত।
বেচারামের পেট সার
            বেচে দিয়ে খাই খাই,
কেনারাম চামার বড়
              খাওয়ার বেলা নেই।
সুদ খাটিয়ে কেনারাম
           থালা বাটি ঘটি কেনে,
সুদ নিয়ে বেচারাম
         সেই টাকা ওড়ায় দানে।
পুকুরের ধারে ধারে
             শাক খুঁজে কেনারাম,
সবজির বাজার চড়া
           কিনে খেলে ঝরে ঘাম।
জল খেয়ে থাকে পড়ে
                 টাকা জমায় ব্যাঙ্কে,
বেচারাম বেচলে জমি
             সে কেনে ভালো অঙ্কে,
জমি বেচে বেচারাম
                 করে সদা বাবুয়ানি,
ক্ষীর ছানা খায় কিনে
               খায় বসে বিরিয়ানি।
কেনারাম বলে শুনি
             এসব দেখে বমি পায়,
বেচারামের ভুড়ি সার
              সব বেচে ভালো খায়।
কেনারামের ব্যামো হলে
              লতা পাতা বেটে খায়,
সর্দি জ্বরে বেচারাম
                   বড় ডাক্তারে চায়।
কেনারামের জমা টাকা
              ছেলে করে কাড়াকাড়ি,
ভাঁড়ার শূন্য বেচারামের
              ছেলে মেয়ে যায় ছাড়ি।
বেচারাম সুখী বড়
                   বসে থাকে চট ঘুড়ে,
মাগারাম হয়ে সে
                ভিখ মাগে দ্বারে দ্বারে!
বলো তবে সুখী কে
                      এই দুজনের মধ্যে,
এক টাকা রেখে মার খায়
                  দুই ভিখ মাগে শ্রাদ্ধে।
             ------- রঞ্জন গিরি।