স্বাদ কেমন হয় স্বাধীনতার
জানার সাধ ছিল বড় মনে,
অনুতপ্ত হই অনুভবে আজ
আবর্জনার অসীম দানে।


মন্ত্রী, নেতাদের মগজ ধোলাই
মাদকতায় আছি মজে,
মন্দ জনের মশলা গুলো রাখি
মধু বলে মুখে গুঁজে।


ভালো মানুষের ভাবনা গুলো
ভাতহীনে ভাগাড় ছুঁয়ে,
নেতিয়ে পড়ি নিঃশব্দে নিত্য
নীরবে নেতার পায়ে নুয়ে।


সৎ কথায় হয় শ্বাস রুদ্ধ
সন্ধ্যা হলেই শীতে মরি,
স্বাধীনতার স্বর সঙ্কোচে বাঁচে
সুখ খুঁজতে সমস্যায় পড়ি।


দানে লাগে দাগ দারিদ্রতার
দাস বনে যাই দাগী হতে,
আঁতের জ্বালায় আঁতু সাজি
অধিকার থাকে অতিথির হাতে।


বিজ্ঞাপনে শুধু বৈভবের সুর
বেদনার বিষে কৃষক, শ্রমিক,
উৎপাদক থাকে উৎকন্ঠায়
উন্মাদ উত্তমতার দেশ প্রেমিক।


পলকহীন কেন পদ পদকে
পেতে পদ করে দেহ হানাহানি,
মর্মার্থ বুঝিনা কি আছে মধু
মরনের মুজরায় করে সানাশাণি।


প্রকৃত প্রবঞ্চকেরাই স্বাধীন
প্রলেপ দেওয়া পাকা সোনা,
শহীদের শত্রু সুখে করে ঘর
স্বাধীনতার সুখ ষোলআনা।


বুক ফুলিয়ে বলবো তবুও
বন্দেমাতরম-মাতরম বন্দে,
সগৌরবে শৌর্য্যে সৌরভে
স্বাধীনতার সুখ নেব সানন্দে।
                 --------- রঞ্জন গিরি।