নিশি হয় ভোর,দিবস হয় শেষ
          তবু তুমি না এলে ফিরে,
থাকি চেয়ে পথ পানে,বসিয়া রই আনমনে,
হাজারো স্বপন বুনি তোমায় ঘিরে।
                              তবু তুমি না এলে ফিরে!


তোমার কোমল ওই দুটি হাত
                        রাখিবে মোর হাতে,
কনক চাঁপা নিয়ে পরশিবে মোরে
                          সুগন্ধ রহিবে তাতে।
সন্ধ্যা তারা ও জেগে ছিল রাত
শুক তারা হয়ে যায় পর পারে।
                                তবু তুমি না এলে ফিরে!


আমি প্রলেপ করা নয়তো সোনা
                    কষ্টিতে যাচাই করেছ,
সেঁকরা সুতা হয়েও তুমি
                       সেকি ভুলে গিয়েছ।
কয়লা খনিতে জনম আমার
অলঙ্কার হই তোমার ত্বরে।
                           তবু তুমি না এলে ফিরে।


বাসর আছে ফুলও আছে
                  হেথা শুধু তুমি নেই,
রজনীগন্ধার গন্ধ আছে
                    কেমন করে ভুলে যাই।
যে ফুল রেখেছি খোঁপার ত্বরে
সে আজি যায় যে ঝরে!
                         তবু তুমি না এলে ফিরে।
                           -------  রঞ্জন  গিরি।