ভিক্ষের চালের
ভীষন দাম
লুকিয়ে নজর রাখেন নেতা,
মিষ্টি কথায়
মেলিয়ে পাখা
হটাৎ সাজেন দীনের ত্রাতা।


পুঁটলি কেড়ে
ইটলি খাওয়ান
গোদলে খাওয়ান গঙ্গা জল,
গরীবের গাভী
গতরে খেটে
নেতা মশাইয়ের বাড়ায় বল।


মানকচু ওঁরা
মানে সেরা
মাখন হয় তাঁর রূপের ঢঙ,
ঢাক লাগেনা
ঢপের কথা
ঢোক গিললে বদলায় রঙ।


বিছানা দানে
বিচুটি ফুলের
সাজান খাট নরম তুলতুলে,
চিরুনী দিয়ে
ছিঁড়ে দেহ তবু
আঁতের আতু হয়ে যায় ভুলে।


সেরার গল্প
সারা দেহে
মিডিয়ার ঘরে বসেই উন্নয়ন,
টাকা নেই তবু
টাঁকে তেল
কোষাগারেই পড়ে ঊষায়ন।


গরিবের তেলে
গোকুলে আলো
তিঁনি ধনীর মুখে ফোটান হাসি,
চিড়ে ভাজা
চিনি দানা
গরীব পেয়ে তায় ভীষণ খুশী।
               --------- রঞ্জন গিরি।