সবুজ উৎপাদনে সবুজহীন
উচ্চ শিক্ষার উৎপাতে,
কাদা না ঘেঁটে কেদারা চাই
ঠাঁই নয় ঠকতে ফুটপাতে।


চাষী না হয়ে চাকর হতে
চাপ দেয় চৌকস মন,
উৎপন্ন বিনা উন্নয়ন চাই
শখের সুখ খুঁজে সারাক্ষণ।


আর্থিক মন্দায় অর্ধমৃত দেশ
আন্দোলন, অনশনে কি হবে!
লোভ লিপ্সা লালনে লাজহীন
লাভের লাভ লুপ্ত হয়ে যাবে।


সামাজিক জীব সততাহীন
মেধা মারে মধ্যস্ততার উৎকোচে,
মূর্খতা তখন মসনদ চালায়
অর্থের উন্নতি আত্সকাঁচে।


মড়ার ডোম থেকে মর্গ  মালিক
ঘু ঘু দেখিয়ে ঘুষের পাতে ফাঁদ,
কেরানী থেকে কর্মকর্তারা
লাজহীন লালসার ভাঙে বাঁধ।


মানুষের মিথ্যার প্রবণতাতে
বিদ্যার বিশ্বাসে বিষ ঢুকে,
ছায়াকেও ছায়া দেখে ভয় পায়
ছন্দ হারার ছায়ার ছলটাকে।


অধিকতর অসৎ অমানুষ
স্বার্থ খুঁজে সমাজের বুকে,
দেশের দৈন্যতায় দারুন খুশি
বিদ্বেষী বাক্য বেচে ঢাকে।
            ---------- রঞ্জন গিরি।