[আমার ছোট মেয়ের বাংলা খাতা উল্টাতে উল্টাতে এই কবিতাটি চোখে পড়ে গেলে আমি মেয়েকে জিজ্ঞাস করতে ও হেসে ফেলে বলল "বাবা আমি"আমি খুব আনন্দ পেয়ে কিছু সংশোধন করে প্রকাশ করে ফেললাম। লেখাটি ভালো লাগলে মেয়েকে উৎসাহ দেবেন। ]


উল্টো দেখি
-------- সোনালী গিরি।
মাথার খিট খুললে ছিট
              কেন উল্টো দেখি সদা,
পা দুটো তুলে হাতে হাঁটে
            লোকে রাস্তা হলে কাদা।


সূর্য্য দেয় রাতে আলো
                চাঁদ দেয় আলো দিনে,
জীবগুলো দিনে ঘুমায়
           বসে রাতে কাজের ধ্যানে।


গরম যখন চরম হয়
                  কাঠ জ্বলে গা সেঁকে,
শীত পড়লে সারা গায়
             বরফ দিয়ে শরীর ঢাকে।


ঘরের চাল খোলা রাখে
                        প্রবল বর্ষা হলে।
ঘোরামী ডেকে ঘর ঢাকে
                          বর্ষা চলে গেলে।


এলোমেলো কথা গুলো
                  আমি মজা করে বলি,
বাবায় করে অনুসরন
                   চটকাই খাতায় কালি।
             ------- সোনালী গিরি।