উড়ুস মারার
পুরুষ নেই!
অত্যাচার চলছেই,
শুষে রক্ত
পুষে ঘরে,
খাচ্ছে বসে সকলকেই।
হবে নেংটো
যাবে মান!
নর তবু হবেনা সাবধান,
লাল দাগে
গাল ভর্তি,
তবুও না কমায় ব্যবধান।
খায় লসিকা
গায় বসে!
ওরা লীন উত্তাপ ভালবাসে,
সুঠাম দেহ
মাঠাম দিয়ে,
গা ঘষে আবেগ ভরা শ্বাসে।
সফল মনে
দখল খাট!
কাটুস কুটুস মগের হাট,
ইচ্ছে খুশী
আচ্ছে রকম,
ওরা জনগণে করে কাত।
চটকা ঘুমায়
মোটকু লোক!
চুলকানিতে পায় শোক,
টোটকাতে হয়
মটকা গরম,
ঘিরে ধরে কঠিন রোগ।
টিপে আঙ্গুল
চেপে ধরে!
উড়ুসের কেবা বিচার করে!
বেঁধে দল
বাঁধে তারে,
উড়ুসই তার অন্যায় ধরে।
            --------- রঞ্জন গিরি।


উড়ুস < ছারপোকা