যদি বল তুমি!
আমি হিন্দু, খ্রীষ্টান না মুসলমান?
আমি বলি ভাই, মোর জাতি নাই,
এ ভুবন মোর, এতো মোর ঘর।
মনুষ্য মোর জাতি;
মনুষ্যত্ব হয় মোর মান।


যদি বল তুমি!
কেন পূজো কর রাম, রাধিকারে?
আমি বলি তবে, আত্ম বৈভবে,
শ্রেষ্টত্ব সদা মানি, তাই পদে নমী।
জাতি, ধর্ম না মানি;
শ্রষ্টায় রাখি উন্মুক্ত দ্বারে।


যদি বল তুমি!
কেন যাও মন্দির, গির্জা, মসজিদে?
মন্দিরে কৃষ্ণ পূজি, গীর্জায় যীশু খুঁজি,
দোয়া মাঁগি মোহম্মদে, গিয়ে মসজিদে।
ধর্ম আত্মার একাকারে;
সকল ধর্ম মানুষের হিতে।
                --------- রঞ্জন গিরি।