সরকারী টাকা
যকের ধন!
যখন যে পারে
করে বিতরণ।
ত্রাণের টাকা
বন্যার আগে',
ডিবা বাজিয়ে
ভিক্ষা মাগে!
হয়েছে নষ্ট
বন্যায় ধান,
মিথ্যা বলে
ক্ষতি পূরণ চান।
কিছু লোকও
হা ঘোরে!
পায়ের চেটো ছিঁড়ে
ওই টাকার তরে।
মিথ্যা সাজিয়ে
টাকা নিলে,
অবশিষ্ট ও
গেলো জলে।
ঈশ্বর কে
দেওয়া ফাঁকি,
এতো সহজ
হয় নাকি?
যাঁরা বসে
ওই চেয়ারে,
জনগণে নিয়ে
ব্যাবসা করে।
মহৎ ভিক্ষা দিতে
সিদ্ধ হস্ত,
যাতে চেয়ার ছেড়ে
না যায় অস্ত।
নেই ক্ষতি তবু
ক্ষতি পূরণ,
অর্থ দেওয়া
নয় মহৎ কারণ।
ভোট, চোট
দুটি কারণ
একটি স্মরণ
নচেৎ মরণ।
মদ ঢেলো
মরলে মুখে,
লাখপতি হয়ে
থাকবে সুখে।
কোষাগার
গড়ের মাঠ,
তবুও নেতা মন্ত্রীর
না কমে ঠাট।
দিগবিদিক
দান খয়রাতি,
মন্দির মসজিদ
ক্লাবে মতি।
যে এলো দেশে
লুফে নিল,
দেনায় দেনায়
ভরিয়ে দিল।
লাল গেরুয়া
সাদা পরে,
ভেক দেখিয়ে
ভোটার ধরে।
কোথাও বন্দুকের নল
সরকারি ধন,
ভেক ধরার
কি প্রয়োজন?
শুধু মোটা
ফাটা বাঁশ,
আওয়াজ করে
একরাশ।
নির্বাচনী
প্রচার করে,
দেশের টাকায়
দেশকে মারে।
প্রতিবাদ করোনা
ভুল করে,
মন্ত্রীর নেড়ি
আসবে তেড়ে।
       ------- রঞ্জন গিরি।