যৌবনের রূপ ধূপ কাঠির মতো
জ্বলে গেলে ছাই!
টাকার বাবু কাবু হয় তখন
বেশ্যা তুললে হাই।
যুবকের যু কেটে যাবে
চল্লিশ পেরোলে,
ঠাট বাট সব চলে যাবে
টোল পড়লে গালে।
তাই যেমনি মানুষ তেমনি থেকো
অতিটা করিও না,
জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাবে
কেঁদেও কুল পাবে না।
           ------- রঞ্জন গিরি।