ওহে- - -!
যুব সমাজ জেগে পড়ো,
বিশ্বলোকের হাতটি ধর।
চায় তোমাদের হৃদয় মন,
তোমরা যে তার আপনজন।
বলছি শোন যুব সমাজ!
ভেবে চিন্তে করিও কাজ।
তুমি ভুল পথে না দিও পা,
দুঃক্ষে কাঁদবে দেশ মা।
কণ্টক ভরা সংকীর্ণ পথ,
খল আটকাবে বিজয় রথ।
তাই এগিয়ে এসে ধর হাল,
বিশ্ব, দুষ্টের হাতে টাল বেটাল।
ওরা দিনে ঘুমায় রাতে জাগে,
দুষ্কৃতিকারী বানায় পেলে বাগে।
তোমরা নজর দিয়ে যদি হাঁটো,
পারবেনা কেউ করতে খাটো।
জেগে তোমরা ঘুমাইও না,
ওরা সুযোগ পেলে করবে কানা।
তোমার দরিদ্রতায় লুটে মজা,
অন্যায় করিয়ে ওরা দেবে সাজা।
তোমরা না পড়িও ওদের ফাঁদে,
দুখে কুল পাবেনা কেঁদে কেঁদে।
ওরা মুখে বলে নীতি বাক্য,
ওদের থাকে  দুর্নীতি লক্ষ্য।
ঠান্ডা মস্তিষ্ক হয় ন্যায়ালয়,
ভেবে কঠিন কর্ম কর জয়।
সঠিক লক্ষ্য কর হে পূরণ,
থেকো না পড়ে জড়ের মতন।
তোমরা সময় বুঝে ফোঁস কর,
তোমাদের যুব সমাজ সবার বড়।
তোমরা ঘৃণা না কর দারিদ্রতায়,
সুখ ফুল ফোটে ওর ওই শাখায়।
যাদের আছে ভারি ভুরি,
নিদ্রাহীনে যায় হৃদয় চুরি।
বিবেক বিচার রাখো মনে,
ধন্য হবে তোমরা সবার সনে।
চটুল কথা কর পরিহার,
সুখ নিদ্রায় কাটবে আঁধার।
সৎ সঙ্গে হয় সুখে বাস,
অসতে মিশলে সর্বনাশ।
          ---------  রঞ্জন গিরি।