ওহঃ কী সৌভাগ্য ! না ছিল চুলো, না চাল
দেখো, সেই কিনা আজ মহাশক্তির কংকাল !
জগন্মাতার লাবণ্য-প্রভার অন্তরালে থাকি
খড়জন্ম কে বলে তুচ্ছ, আগুন বোঝেটা কী ?
কুটো বলে সযৌক্তিক বাপু অর্থান্তরন্যাস
আত্মশ্লাঘা পাপ, হীনমন্যতা বদ-অভ্যাস
যখনই দন্তধৃত আমি গূঢ় শব্দার্থ-বিস্তার
তা’হলে গুরুত্ব কম ? না থাকুক ভার ।
‘ধু’ বর্ণে ধারণা-ধারী সে তত্ত্ব অতি গভীর
আদি কণা লয়-লালিত গতিবিদ্যা স্থির
তাচ্ছিল্য-জাতক ভ্রান্তি, মহাকালের খাতা
প্রাণযোগক্ষেমঙ্করী দাতা ও উদ্গাতা ।
বালি অভিজাত ; গতিশক্তিক্রিয়াপারঙ্গম
জন্মান্তরে রূপান্তর অস্বচ্ছতা ও অসংযম ।