বেচারা শ্রাবণনীল কবি


মেঘ জমে ;
আয়োজন-আড়ম্বরের  ঘাটতি নেই  
কিন্তু বাজে না রিণিঝিনি ;
তক্কে তক্কে থেকে ...
ঠিক হল্লা পাকাতে আসে
বেরসিক ঝঞ্ঝাবাহিনী ......
সম্পাদকীয় দপ্তর থেকে তাগাদা ;
আহা বেচারা শ্রাবণনীল কবি ;
প্রথম অধ্যায়ের পর  
আর এগোয় না বৃষ্টিধারাকাহিনি ।


চতুষ্কি ১

দাড়ি চিহ্নের পর বিস্তৃত হয়ে থাকল অনন্ত নীল শূন্যতা
সম্ভাবনা নিয়ে মাথা ঘামাতে রাজী নয় অক্ষরজীবী
তাহলে প্রথানুসারী কলসের কানা অবধি পূর্ণতার সীমা !
তরঙ্গ-ছন্দ তুলে দ্বিধা-বিভক্ত পারতন্ত্র্যকামী জলের শিবির ।

শব্দকে ঘিরে থাকে এক অলৌকিক মন্দারবর্ণাভা
সেই আভা বুকে ছড়িয়ে থাকে যার
সে জানে, কোনও প্রয়োজন নেই
কল্পনাক্রিয়াঙ্গিকে অনর্থক কবিতা লেখার

শূন্যতা পূর্ণ যৌবনবতী, মধ্বাসবজ ঘোর প্ররোচনা  
হিতাহিতলুপ্তজ্ঞান ; উপগত হই শূন্যতায়
আহা আনন্দছন্দসুখরতিসারাৎসার  
কাব্যপ্রতিমারূপা বিকলাঙ্গ সন্তান জন্মায়  

অনর্থে  ব্যাদড়া উপগম, আত্মতৃপ্তিপঞ্চরঙ্গব্যভিচার
সুকুমারী তণ্বী শব্দ রূপারূপাতীত ; অজ্ঞান তামসী আচার
অধরা ছন্দমাধুরীদোলজোৎস্নাকুহক কৌমার্য-ভঙ্গ
অষ্টাবক্র সন্তানধারায় কলহংসকিঙ্কিনী কাব্য-সংসার ।