তোমাকে নিয়ে যতই ভিন্ন চিন্তা করি
আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠি
তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা
একরাশ বেদনার সমষ্টি।


অভিমানের প্রেক্ষাপটে
কখনো তোমাকে কখনো নিজেকে কষ্ট দিয়ে
সমগ্র ভূখন্ডে আগুনের প্রজ্জ্বলিত শিখার
বিচ্ছুরিত দহণ জ্বালা অনুভব করি।
মেঘে মেঘে যতোই অভিমান হোক
আসলে অভিন্ন তুমি আর আমি।