হিমালয়ের হিম শীতল কঠিন পাথর দোলে
শ্যামল সবুজ প্রান্তর ছুঁয়ে ছুঁয়ে---
অনুরাগ উচ্ছ্বাসে উদ্বেলিত, মোহনায় এলে নদী।
সুস্বাগতম ! সুস্বাগতম !
মহা মিলনের শুভক্ষণে
বিশালত্বের গান শুনি ঊর্মি মালার ছন্দে ছন্দে।
বহু জন্মের আত্মার আত্মীয়
প্রথম দর্শনে বুকে জড়িয়ে ধরলে স্রোতস্বিনী
চির চেনা আপনার চেয়ে আপনজন ।
চাঁদ তারার তরুলতা বৃক্ষরাজি,
ওরা গায় শুদ্ধ প্রেমের সঙ্গীত;
লজ্জ্বায় লাল হয়ে উঠে লজ্জ্বাবতী লতা।
আমি বুকের মধ্যে জড়িয়ে রাখবো নদী
মেঘ হয়ে তোমার বুকে সিনছন করবো
শীতল বারি চিরদিন
সুদিবো জন্ম জন্মান্তরের এ প্রেমের ঋণ।