বিচারপতি! আমি বিশ্বাস করি
সমস্ত অপরাধীর একদিন বিচার হবে
কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবে অপরাধীর
বর্ণ সমষ্টিকে যে কাঠগড়ায় দাঁড়াতে হয়
এ দৃশ্য আমার জানা ছিলো না
জানা ছিল না আগ্নেগিরির লাভার
তেজস্ক্রিয় শক্তির দহন ক্ষমতা।
চারটি বর্ণের উচ্চারন যদি ভালোবাসা হয়
তবে একজন প্রেমিকের কাছে আমার প্রশ্ন
এর দহন ক্ষমতা কতো?
আর ভালোবাসা যখন অপবাদ নামে চিহ্নিত হয়
তবে এর শাস্তি কি?
একটি নিবিড় কবিতাকে কাঠগড়ায় দাঁড়াতে দেখেছি
বজ্র কন্ঠে বর্ণরা প্রতিবাদী হতে পারে
আমি বিশ্বাস করি
প্রেমিক কখনো নিষ্ঠুর হতে পারে না।
বিচারপতি! আপনি অবশ্যই জানেন
কবি আর কবিতা কখনো কারো কাছে
মাথা নত করে না,
করবে না কোনোদিন।