দূরে ছিলে সেই তো ভালো ছিল
দারুণ অভিমানী শীতের শিশির
ধীরে মটর লতা বনে হারিয়ে যেতে সময়ের সাথে


বিলীন হতো বৃষ্টির আশা
মরুভূমি হয়ে যেতো পৃথিবীর হৃদয়
প্রেমহীন নিষ্ঠুর কারবালা।


উত্তরাকাশে এতো মেঘ হওয়া সত্ত্বেও
এলো না ঝড়, ভিজলো না মাটি
রৌদ্র চৌচির চাতক বুক।
ভুলে যাচ্ছো আজ নানা অজুহাতে
প্রকৃতির বৈরিতার পর্দা সামনে রেখে
কেন যে পারি না তোমার মতো নিষ্ঠুর হতে
কেন যে পারি না সব স্তুতি ভুলে যেতে
কিসের পরশ দিয়েছিলে তুমি
সাগরের শীতলতা মেখে?
আজ কেন এতো নিষ্ঠুর হলে
তুমি কি শুননা এ পৃথিবীর ক্রন্দন?


‘মেঘ দে, পানি দে’ চিৎকার
সত্যি তুমি নিষ্ঠুর হয়ে গেছো
পদ্মার বালুচরের মতো
ফারাক্কার মতো।