তোমাকে বলার আজ আমার কিছু নেই
তিরিশ লাখ পদ্ম ঝরে গেছে
অভাগী মায়ের সিঁথির সিদুঁর মুছে গেছে
শুধু তোমার জন্য।


তোমাকে বলার আজ আমার কিছু নেই
ন’টি মাস বিনিদ্র রজনী কেটেছে
অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন রোদ বৃষ্টি মাথায়
গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরেছি
শুধু তোমার জন্য।


তোমাকে বলার আজ আমার কিছু নেই।
সব স্বপ্ন নেশা আর স্বার্থের দন্দে
ক্ষমতার লিপ্সায় ভেঙ্গে যাচ্ছে
স্বপ্নের স্বর্গীয় সিড়িপথ
তোমাকে বলার আজ আমার কিছু নেই।


ধর্মান্ধরা জ্বালাচ্ছে মসজিদ-মন্দির-গীর্জা
ভন্ড জ্ঞানী, জ্ঞান পাপী হয়ে
কখনো দখলদারীর ব্যবসায় মত্ত
তোমাকে বলার আজ আমার কিছু নেই।


ওরা সুখ চায়নি, আজও চায়না
ওরা গুপ্ত ঘাতক হয়ে
আঘাত করছে অস্তিত্বের শিরা-উপশিরায়
তোমাকে বলার আজ আমার কিছু নেই।