আমি দেখেছি তাঁহার চোখে...
বেশ তো বলে ছিলে,
আমি ছাড়া এই পৃথিবীতে
আপন বলে কেউ হবে না।
টুকুর টুকুর বছর পেরিয়ে যেতে না যেতে
তোমার প্রতি তাঁহার উৎলানো ভালবাসায়
আমি দেখেছি সূর্যোদয়।


অবুঝ চাউনিতে ইশারার কারুকাজ
আর অতি বুলো বালা কথার মঞ্জুয়ীকা
আমাকে অবাক করেছে বইকি!
মাধবী লতার সন্ধী পেছানো কণ্ঠে
সে যখন তোমায়,
-তাঁহার দুনিয়ায় আঁকে...
তখন তোমাকে আমি-
দেখেছি তাঁহার চোখে।।