.                   অনির্বাণ

    কতদিন অনির্বাণ ?   কতদিন আর তুমি                             ঊষর মৃত্তিকা 'পরে   স্বপ্নের বীজ বুনবে
    তুমি বরং শিশিরে ভেজ  -বৃষ্টির পানিতে
     শ্যওলা জমানো বুকে   বাগের স্বপ্ন দেখ না।।

     অনির্বাণ তুমি জানো -দেখেছ তুমি অনেক              
  নক্ষত্রের ক্ষয়ে যাওয়া -মৃত বিকীর্ণ আলোক
   ফিরেছে কখনো আর-সময়ের স্রোতে ভেসে
   বরং জোয়ারে ভাসো জ্যোৎস্না আলোর সাথে।।

  অন্তর্যামী মরুভূমি 'পরে একটা বালুকা কনা তুমি
   অথচ চোখের বালি-অনুভবে মিশে ভাব
      অনির্বাণ তুমি যাও- বাতাসে উড়ো না আর
  সমুদ্রের তলদেশে -তার উষ্ণ নিঃশ্বাস হও।।

অনির্বাণ তুমি যাও- শহরের কোলাহল ছেড়ে
তুমি আর আসবে না-চলে যাও নির্বাসনে-বনে
দাবানলের কথা ভেব না-বাতাসে মিশো না আর
  অনির্বাণ কেন্দ্রিভূত হও-বরং নির্বাণের পথে।।

                                                                       এম.এ.রহমান