প্রিয়তমা সুখ,
তোমার আলিঙ্গনে
ফুসকে গেছে হিয়া,
অসহ্য জালাতনে বাষ্পিত হতে চায়।
অসহ্য! অসহ্য!
অসহ্য সে যন্ত্রনা।
প্রিয়তমা ,কেন বলতো?
তুমি তো ছিলে চৈত্র দুপুরে
শীতল পাঠীর পরম সোহাগ।
তুমি তো ছিলে নৈশ কুমারীর
পরমেয় ভালবাসার স্পন্দন।
এখন তোমাকে মোটেও সহ্য হয় না কেন?
বলতো,
তুমিই কি সেই সুখ?
যার স্পর্শ পাবার ব্যাকুলতায়
বিধ্বংসিত আমার হৃদয়,
আলিঙ্গন পাবার অমোঘ প্রচেষ্টায়
উদ্বেলিত হৃদয় ।
সেই সুখ কি ,তুমি?
সত্যি বলতো।
তোমার স্পর্শে আমি আজ কাতর,
হৃদয়পুরে লাল শিখা।
তোমাকে আর আমার লাগে না।
আমায় ক্ষমা কর।
আমি অত সুখ চাই না।
দুঃখ আমার জীবন,
দুঃখ স্মৃতিময়।