জল লয়ে করি খেলা
আমি
জল লয়ে করি খেলা,
তাহাতে বাঁচিয়া কি যে
আহা সুখ!
মরিয়া মরিয়া
বাঁচিবার পথ
খুঁজিয়া হই সাড়া।
জল লয়ে করি খেলা।
তীরে বাঁধি তরি
সাতরাই মরি,
দারুন! কি দারুন লাগে।
খেলায় ভাসে ভেলা
তবু মোর পরানে
একই সুর বাজে।


মরিতে গিয়া
কি যে সুখ পেয়েছি,
কত তার দাম না জানি।
সুখ পেয়েছি, সুখ পেয়েছি ;
জল লয়ে খেলা করি



রাসেল আহমেদ
৫/৩/১৭