শোন ও তরুণ তরুণি করিও না তুমি  ভুল,
করিও না তুমি ভুল।
চেয়ে না চেয়ে ভুল করিও না,
সকল সৃষ্টির  মায়ায় তুমি পরিও না।
যদিই পরতে হয় মায়ায় পরিও তুমি সৃষ্টি কর্তা র মায়ায়।
সৃষ্টি জগৎ  বড়ই স্বার্থপর।
করিবে না দিদ্বা একবারও ভাঙ্গতে তোমার মন।
সার্থ হীন ভালোবাসার মাঝে অধিকতর কষ্ট লুকিয়ে থাকে।  
ভালোবাসা হোক সেটা দুনিয়ার যে কোনো সৃষ্টি সাথে।
যতই লোকাও তুমি নিজেকে, পারবে না তুমি লুকাইতে।  
মায়া তার তুমার ভিতরে, দিবে না তোমাকে ছাড়তে।
সতর্ক হও ও তরুণ তরু নি ভেঙো না তুমার মন।
বিরত থাকো সেই সকল সৃষ্টি  থেকে যে বুঝে না সৃষ্টির  মরমর।