তোমায় হারাতে চাইনি আমি
তাই তোমায় শাসন করেছি
তোমায় হারাতে চাইনি আমি
তাই তোমায় শোষনও করেছি
তুমি কিন্তু মেনে নিয়েছিলে,
তবে তাতে কি লাভ!


পেয়েছিলাম যে বড্ড অবেলায়!
সময়টা যে আমাদের ছিলনা
সেটা তুমি আমি দুজনেই জানতাম
তবুও যে কি দুর্বার আকর্ষন দুজনার!


প্রয়োজনটাই মাঝে মাঝে এতটা সত্য হয়ে যায় যে,
সত্যটাই প্রয়োজনীয়তা হারায়।


কিন্তু এ সমাজ বড়ই যে নিষ্ঠুর!
দুমড়ে মুচড়ে নিংড়ে ক্ষত বিক্ষত করেছে দুটি মন।


এটাই যে হবার ছিল!