অনেকটা পথ আমি একাই হেঁটে এসেছি,
জীবনের উনিশ বসন্ত করেছি পার ।
ক্লান্ত আর অশান্তির জীবন বহন করে,
ভাঙ্গা রাস্তায় আজ জীবনের হাহাকার ।
-" তারপর ? "
তারপর অনেকটা পাতা আমি একাই লিখেছি ,
সবুজ ধান ক্ষেতগুলি দূর থেকে দেখেছি ।
অবসন্ন দেহ নিয়ে শুয়েছি গাছের তলায় ।
যেন রাস্তার খোঁজে আমি এক পথিকের ন্যায় ।
-" তারপর ? "
তারপর দূর থেকে দূরে বহু পথ ঘুরে ,
পাখিদের কলরব আর মানুষের ভিড়ে ।
বিপন্ন জীবন চলতে না পেরে ,
দাড়িয়ে পড়ে অজানা এক পথ মোড়ে ।
-" তারপর ?"
তারপর চেয়ে পথ বাকে ,
  খুজে ফিরি তাকে । পাইনি ,
চোখ সে স্বপ্ন তুলে রাখে ।
চোখ মেলে দেখি ধূলো উড়া পথ ।
-" তারপর?  "
তারপর স্বপ্ন লিখে খাতাটা ব্যাগে পুরে
ধান ক্ষেত গুলি ঘুরে ,
হতাশ হয়ে দেশে ফিরে আসি ।
- " তারপর ? "
উত্তর নেই । কারণ অনেক খুঁজেও তাকে পাইনি ।।