সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর প্রতি । যিনি এই দুনিয়ার মালিক । তার পর প্রশংসা করি শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সঃ) এর ।
আমি এক অজ পাড়া গায়ের ছেলে । হ্যাঁ যদি কেউ ভাবেন যে ঠিক " চাঁদের পাহাড় " গল্পের নায়ক শংকরের মত , তবে খুব খারাপ হবেনা । কারণ আমি যে পাড়ার ছেলে সেখানে শিক্ষার হার খুব ভালো না । আমার মত আর গুটি কয়েক ছেলে পড়াশোনা করে ।
আমি প্রথম লিখতে শুরু করি যখন ক্লাস এইটে পড়ি । স্কুলের ম্যাম্যাগাজিনে ছেপেছিল । আমি লিখেছিলাম আমার মনের কথা ।কিন্তু আমার কিছু বন্ধু সেই লেখা পড়ে মস্করা করেছিল । খুব মনে পড়ে তারপর আমি আমার নিজের কবিতা কাউকে দেখাতাম
না । প্রথমেই বলেছি ঠিক শংকরের মত,  আমি স্বপ্ন খুব বড় দেখিনা । কোনদিনই ভাবিনি যে আমার লেখা কোথায় ছাপাব
, পাছে লেখা পড়ে সবাই মজা করে । কিন্তু আমি লিখে গেছি আমার মনের কথা । খুব ভালো লাগছে যে এই রকম এক online site   এ কবিতা দিতে পেরেছি । খুব ছোট্ট একটা কথা আমার আলোচনার শিরোনাম "  আমি কবি রবি নই ,  তবে লিখি ।" আসলে এরকম ভাবনা মাথায় আসে আর লিখি কিছু মনের কথা,  কিছু খামখেয়ালী ।।
শংকরের মত জীবন সংগ্রামে বেড়ে উঠেছি তাই শংকরের মত স্বপ্ন গুলোকে সত্যি করার ইচ্ছা প্রবল ।
"একটা কলম , একটা ডায়েরি এই নিয়ে লিখছি আমি বিরহের শায়েরি "
শেষে WILLIAM WORDSWORTH এর বিখ্যাত উক্তি  " POETRY IS EMOTIONS OF RECOLLECTED IN TRANQUILITY ".
আমার পরিচয় ( মহম্মদ রাসেল সরকার , মুর্শিদাবাদের ভগবানগোলা থানার এক ছোট্ট গ্রাম হাবাসপুর এ আমার নিবাস
বর্তমানে আমি ইংরেজি অনার্স নিয়ে পড়ছি )