ধ্বরনীর পড়ে সাগর পাড়ে
রূপের রানী বাংলাদেশ,
তারি মাঝে একটি জেলা
রূপের তাহার নেইকো শেষ।


গগন তলে,ভুবন পড়ে
এক নয়ন কাড়া পরী,
সে যে সবুজ শ্যামলা পাহাড়ে ঘেরা
আমার খাগড়াছড়ি।


রাত্রি নিশিতে শহর খানিতে
ঝিলিক রাঙা আলো,
সারি সারি সব দালান কোটা
দেখতে লাগে ভাল।


সাপের মত রাজপথগুলো
শেষ হল মেঠ পথে,
নাগরদোলার স্বাদ মিটিলো
আনন্দে দিন কাটে।


এমন জেলা কোথায় বল
এমন নয়ন কাড়া পরী,
সে যে সবুজ শ্যামলা পাহাড়ে ঘেরা
আমার খাগড়াছড়ি।
আমার খাগড়াছড়ি।