বাংলা আমার স্বাধীন রাষ্ট্র
যেথায় হীরা মানিকে ভরা,
শুদ্ধ কর্তার অভাব যখন
নামছে মরুর ক্ষরা।


চাইলে রাষ্ট্র পতিত জমি
চাষ করিলেই পারে,
বছর বছর লাভের অংশ
জমবে রাষ্ট্র কোষাগারে।


রাষ্ট্র যদি আপন মনে
মিল ফেক্টরী গড়ে,
হাজার যুবকের বেকারত্ব
থাকবে না আর নিড়ে।


কলেজ ভার্সিটির বিজ্ঞান স্যারের
বেতন বাড়িয়ে করুন ব্রতো,
আবিষ্কারে তারা মত্ত রবে
প্র্যকটিকেল শিক্ষায় কথা কবে
দেশ উন্নত হবে দ্রুত।


শিক্ষানীতিতে ধর্ম শিক্ষার
মানটি যদি বাড়ান,
সুশিক্ষায় দেশের মানুষ
অন্যায় সব উড়বে ফানুস
তখন দেশটি হবে তুরাণ।


এমন নীতি থাকলে রাষ্ট্রে
রাষ্ট্র হবে মুক্তার ঘাত,
রাষ্ট্রের কাজে অন্য রাষ্ট্রে
বাড়াতে হবে না হাত।