" এলো খুশির  ঈদ "
-----------আবু মোঃ রাশেদ
          
ঘুরে ফিরে বিশ্বজুড়ে
                    আজ এলো খুশির  ঈদ ,
তাই আনন্দেতে মানহা মনির
                 আজ  নাই  যে চোখে নিদ ।


গোধূলীতে  চাদঁ দেখিতে
               মামনি  গিয়েছে পুকুর পারে,
কোনভাবে-ই  রাখিতে  ধরে
                   আজ পারিনি আমি তারে ।


চাদঁ উঠেছে চাদঁ উঠেছে আনন্দে সে
                       সহসা  হয়েছে আত্নহারা,
চন্দ্রতুল্য হাসি দেখে তার
                আমার পড়েছে হৃদয়ে নাড়া।


স্মৃতিচারনে আমিও  যেন
                      ক্ষনিক হয়ে গেছি  শিশু ,
যে বয়সটায় করতাম সদা
            আচমকা -ই ঘুমের ঘোরে  হিশু ।


পোশাক পড়ে বাবার সাথে
                  সে আজ  যাচ্ছে  ঈদগাহে,
সুখোদৃষ্টিতে পারা পড়শী আজ
                 তাকে দেখছে  চেয়ে  চেয়ে ।


নামাজ শেষে আনলো কিনে
                ডুগডুগি,  চশমা, বেলুন বাশি
পুরো বাড়ি তুললো মেতে
                          নিয়ে মুখে মধুর হাসি।


কার ঈশারায় মামনি যে আমায়
               আজ করছে পায়ে সালাম,
কোলে নিয়ে মুহুর্তে-ই তাকে
               আমি কপোলে  চুমু খেলাম ।


পোলাও কোর্মা শেমাই পায়েশে তার
              মনে খেলছে আনন্দের জোয়ার ,
হৃদয় নিংড়ে তাকে  দিলাম খুলে
            আমার পরম আশির্বাদের দুয়ার।


------------------*********------------


গুন্মা সিটি , জাপান
২৫ জুন ২০১৭