শুভ্র কুয়াশা কাফনে ঢাকা মলিন দিন,
কিংবা গোধুলির লাল আলোয়
প্রসন্যতা ব্যাঞ্জক দিন,
কাটিয়েছি একসাথে।।
তবে কেন আজ শূন্যতায় ভরা নীরবতা?
কেন বিরহে গাঁথা বিচ্ছিন্নতা?
আবার কি বসতে পারিনা পাশাপাশি?
পড়ন্ত বিকেলে
কিংবা রৌদ্র মাখা দুপরে,
সেই গাছের গুড়ির ওপাশে?