আলসেমি চিরে ঘুম থেকে উঠে দেখি সকাল হয়েছে,
জানালার কপাট হয়ে সূর্য কিরণ আছড়ে পড়ছে।
বিছানা ছেড়ে চেয়ার টেবিলে বসি,
শরৎচন্দ্রে কেটে যায় পুরোটা দুপুর।
জানালার বাইরে তাকিয়ে বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতে দেখি..


এমনই নিঃসঙ্গতায় কাটে প্রতিটা দিন।
কন্ঠনালীর কম্পনে সৃষ্টি হয়না কোনো শব্দ।
বাইরে বেরিয়ে দেখা হয়না পুকুের জল,
কান পেতে শোনা হয়না পাখিদের কোলাহল।


চোখ জ্বালা করে, তবু চোখ মেলে থাকি
অচেতনে বিহঙ্গে কতনা স্বপ্ন আঁকি-
বিশাল আকাশ
নিচে বিস্তীর্ণ খোলা মাঠ।
চার পাশ সবুজে-শ্যামলে ঘেরা
আকাশ টা ভরে আছে সাদা মেঘের ভেলায়
প্রকৃতি মেতেছে আলো-ছায়ার খেলায়।
মৃদু বাতাস লাগছে সারা গায়ে
আমি হেটে চলেছি খালি পায়ে...


হঠাৎ ঘুম ভাঙ্গে,
চোখ মেলে দেখি ঘন-কালো আঁধার।
গাছের পাতাগুলো ইশারাতে ডাকছে আমাই।
বলে আই,এদিকে আই।
আমি যেতে পারিনা ওদের কাছে
আমার দৃষ্টি প্রতিহত হয় দেয়ালে।
বেদনাগুলো নোনা জল হয়ে ঝরে বালিশে।