একটি কবিতা মানে শুধুই একটি কবিতা নয়।
একটি কবিতা মানে কবি মনের চেপে রাখা না বলা কিছু কথা।
একটি কবিতা মানে কবি মনের উল্লাস আর বিরহ ব্যাথা।
একটি কবিতা মানে মস্তিষ্ক নিংড়ানো শব্দ-সম্ভার।
একটি কবিতা মানে অর্জিত জ্ঞান ও শিক্ষার প্রকৃত ব্যাবহার।
একটি কবিতা মানে তরুণ প্রাণের অপ্রকাশিত সংগ্রাম,
একটি কবিতা মানে প্রেমিকার প্রতি প্রেমিকের ভালোবাসা অবিরাম।
একটি কবিতা মানে প্রিয়সীর প্রতি প্রেম কত না।
একটি কবিতা মানে বিচ্ছেদের আগুনে জ্বলতে থাকা বিবর্ণ যাতনা।
একটি কবিতা মানে মানবতা আর মুল্যবোধের উদাত্ত আহ্বান।
একটি কবিতা মানে জাতীয়তাবাদী চেতনার বিনম্র সম্মান।
একটি কবিতা মানে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার জনতার বিদ্রোহী কণ্ঠস্বর।
একটি কবিতা মানে দেশপ্রেমী নাগরিকের মূর্ত প্রতীক।
যা অবিনশ্বর।
একটি কবিতা মানে স্বজন হারা অসহায়দের ব্যাকুল আর্তনাদ,
একটি কবিতা মানে হত্যা,গুম,ধর্ষনের দৃড় প্রতিবাদ।
একটি কবিতা মানে বিচার চাওয়ার মিছিলের বলিষ্ঠ ধ্বনি।
একটি কবিতা মানে অবিচারের বিরুদ্ধে লড়তে থাকা জনতার ফুস ফুস ফণি।
একটি কবিতা মানে অধিকার আদায়ে নারীদের পদচারণ,
একটি কবিতা মানে বন্যার্ত মানুষের দূর্দশার বিবরণ।
একটি কবিতা মানে বিজয়ী জনতার বাধ ভাঙা উল্লাস।
একটি কবিতা মানে ত্রিশ লক্ষ শহীদের জীবন্ত ইতিহাস।
একটি কবিতা মানে ফসলের মাঠে কৃষকের মুখ ভরা হাসি,
একটি কবিতা মানে "আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি"