দিন টা ছিল বুধবার,
জ্যেষ্ঠের বিকেল।
হাতে হাত রেখে তুমি আমি দুজনে  হাঠছিলাম একমনে,
হঠাৎ নামলো ঝুম বৃষ্টি।
মুহূর্তেই ভিজে গেলাম দুজন।
জলে ভিজে তুমি যেন শীতের সকালে শিশিরে ভেজা সদ্য ফোটা ফুল,
আর আমি সে ফুলের প্রেম রসের নেশায় মাতাল ভ্রমর।
তোমার কাঁপা ঠোটে এক ফোটা বৃষ্টির জল,
নীল শাড়ীতে লেপ্ট্যানো ভেজা শরীর,
আর লাজুকতায় রাঙা সরু মুখ।
ইচ্ছে করছিলো তোমার ভেজা চোয়ালে হাত রেখে ঝেড়ে ফেলি সব লাজুকতা,
ভেঙে দি সব আড়ষ্টতা।


অপলক চেয়ে ছিলাম তোমার চোখের পানে,
মনে প্রেম আর শরীরের নিশিদ্ধ আকাঙ্ক্ষা নিয়ে।
তুমিও দেখছিলে আমায়।
দু-জনেই চুপ, আচ্ছন্ন নিরবতায়।
জানিনা এভাবে কেটেছিল কতক্ষণ,
যদি চোখের ভাষায় প্রেম হয়,
তবে মুখের কথার কি প্রয়োজন?


থামলো বৃষ্টি,
ভাঙল নিরবতা।
জড়তায় দৌড়ে পালালে তুমি,
আরি আমি দাড়িয়ে রইলাম কিছুক্ষণ,
স্মৃতির পাতায় তুলে রাখলাম সেদিনের প্রতিটি দৃশ্যপট।