আমার একলা থাকার দিন
ঘুমমাখা দুপুর,
ক্লান্তি জড়ানো জোড়া চোখ,
নেই কোথাও বৃষ্টির ফোটা
তাইত মন খারাপ,
আমার সপ্নীল দুচোখ
আবেগ জড়ানো মন।
বদ্ধ ঘরে আমি
খুব নীরব আশপাশ,
উপরে ঘুরন্ত সিলিংফ্যান
হইচই চলে দূরে
বড়বড় চিন্তার বসবাস
কবে আসবে স্বপ্ন
আমি আবার বলবো কথা,
চিন্তারা সব ফুরিয়ে যাবে
শোনাবো সে সুখ কথা।
মুখে থাকবে হাসি,
চোখে চশমা
হাতে কলম।
সামনে খাতা।
লিখবো কিছু নতুন কবিতা
আঁকবো কিছু রঙ্গিন স্বপ্ন
কবে আসবে সে দিন?
কবে ফুরাবে চিন্তার ভান্ডার?
কবে আবার হাসবো প্রান খুলে?
সকল অতীত ,
সব স্মৃতী ভুলে।