নারী মাংশের নষ্ট নেশায়
বিগড়ে গেলে হুষ,
কে বলিবে পুরুষ তারে
অধম সে অমানুষ।
"শ্রদ্ধা ভক্তি সবার তরে
হোক নর বা নারী"
উক্ত বাক্য মানিয়ে চলা
বিধেয় যে সবারই।
জীবন পাখির দুইটি ডানা
এক পুরুষ এক নারী
উড়বে কিসে একটা ডানা
খোয়া গেলে তারই?
নারীও মানুষ, পুরুষও মানুষ
ভেদাভেদ তবে কিসে?
এসো বলি তাই জগৎ সাজাই
নার-নারী মিলেমিশে।
জীবন আমার জীবন তোমার
রইব কেন পরাধীন?
কর্ম করিয়া বাচিব সবাই
থাকবোনা কারও অধীন।
কূ-সংস্কার দুর করিয়া
উন্নত করো হুষ
এই দুনিয়ার দুইটি রত্ন
নারী এবং পুরুষ