আমি ক্ষণিক আলো,
অবহেলাতে জরাজীর্ণ বাসেনি কেউ ভালো।
জীবন যুদ্ধে পরাজিত আমি
দিশাহারা পথযাত্রি,
আলোর প্রদীপ খুজে চলেছি
সীমাহীন দিবারাত্রি।
সহানুভূতি দেখিয়েছর সবে
আপন করে কেহ,
অধমের মত বেঁচে আছি আমি
হয়ে আছি মৃত দেহ।
পরিচিতিহীন হতভাগা আমি
উপহাসের এক পাত্র,
জ্ঞান পিপাসু অধম তবে
মূর্খ নামের ছাত্র।
হাসিনা আমি, কাঁদতে জানিনা,
চলতে পারিনা পথ।
শুরুর দিকেই থেমে গেছে মোর
জীবন নামের রথ।
করিনা কর্ম, পালিনা ধর্ম
চিনিনা নিজের মুখ।
করিনা চেষ্টা, নেইযে তেষ্টা
খুজিনা কোথাই সুখ।
নেই কোনো আশা, নেই ভালোবাসা
তবু বলি আছি ভালো
বাকি দিন গুলো কাটিয়ে দেব
হয়ে ক্ষণিক আলো।