আশার পালে কাল বৈশাখী ঝড় তুলে তোমার কাছে চেয়েছেলাম এক টুকর ভালোবাসা
রক্তচক্ষু আর পাথার হৃদয়ের অগ্নি কন্ঠে প্রত্যাক্ষান করলে আমার অনুনয়।
তুমি হয়ত ছিলে কারও বিশাল আকাশের জ্যোৎস্না ভরা চন্দ্র
তাই আমার ঝাপসা আকাশে এলে না আলো জ্বালাতে।
প্রত্যাক্ষাত হবার বিষাদে ফাটল ধরেছিল মরু প্রাণে
ঘন কালো আঁধারে ঘনিয়ে এসেছিল আমার চারপাশ।
তবু আমি হার মানিনি প্রেমের অমর্ত্বের কাছে।
অবহেলার সমুদ্রে আজও দন্ডাইমান আমার ভালোবাসার নাও।
তুমি সর্বস্ব হারিয়ে যেদিন বিষাধ- সিন্ধুতে হাবু-ডুবু খাবে
আমি সেদিনও তোমায় ভালোবেসে তুলে নেব আমার হৃদয়ে।


আমি জানি,
আমি জানি তুমি প্রতারিত হবে একদিন।
ভেঙে চুরমার হবে তোমার অবাঞ্ছিত অন্ধবিশ্বাস।
নিঃশ্ব  হয়ে তোমার চোখ  বইবে নোনা পানির বন্যা।
আমি সেদিন বালুর বাধ হয়ে আটকাবো তোমার চোখের জল।
রুমাল হয়ে মুছে দেব প্রতিটি অশ্রু বিন্দু।
তোমার অসহায় অবয়ব পানে চেয়ে  সেদিন বলব,   আজও ভালোবাসি তোমায়,
অনেক ভালোবাসি।