একটু পরেই আমি মারা যাব।
এইত কিছুক্ষণ পরে।
অনেক কথা বলার ছিল,
কিছুই বলা হল না।
আমাই তুমি ভালোবাসো কিনা,
জানা হল না।


আমি চলে গেলে তুমি কেঁদোনা,
কাঁদবে কেন?
আমি যে আর আসব না।
চোখের কোনে জমলে অশ্রু
আমি যে আর মুছবো না।
পরম আবেগে বুকে জড়িয়ে ভালোবাসি
আর বলব নাা,
তোমার কাঁধে হাতটি রেখে
চাঁদের আলোয় হাটব না।
তোমার ভিষণ অসুখ হলে
তোমার পাশে থাকব না।
---


যদি কভু মনে পড়ে,
তবে আকাশ পানে তাকিও,
তারা হয়ে জ্বলবো সেথায়
দেখবো তোমায় আমিও।
শত শত প্রেম পাঠাবো আমি
জ্যোৎস্না আলোর সঙ্গে,
আমার সে প্রেম জড়িয়ে রেখো
তোমার সারা অঙ্গে।
---


আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে,
আমি মারাযাচ্ছি,
তুমি থাকো।
আমি চল্লাম ঐ তেপান্তরে।
আমায় তুমি বাচিয়ে রেখো
তোমার গহীন অন্তরে।