আমি জানি পরিপক্কতা
তোমার অনেক আগে থেকেই-
পরিপক্কতায় ভরে উঠেছে
তোমার এপাশ ওপাশ।
তবুও তোমার ছেলেমানুষী গুলো
আমাকে আজ ও হাসায়,
তোমার ছেলেমানূষীর তাপমাত্রা-
যখন অনেক উপরে চলে যায়-
তখন মনে হয়-
আজ বুঝি আমার বরফের পাহাড়টা
আর অস্তিত্ব টিকাতে পারবে না।
তখন তোমার অভিমানের তাপে গলে,
আমি অস্তিত্ব হারিয়ে ভেসে যাই
এই সাগর থেকে ওই সাগরে।
পরে তুমি বুঝতে পারলেও-
হয়তো আর ফিরাতে পারবে না আমাকে!
জানি তখন প্রচন্ড কান্না পাবে তোমার-
কিন্তু নিয়তির স্রোত কখনো আর ফেরার নয়,
তোমার সামান্য ভুলে আজ
আমি দূর থেকে বহু দূর।
তবুও যদি খুব মনে পরে-
তবে চলে এসো কোন না কোন সাগরে পাশে....!!
হয়তো পেয়ে যাবে তোমার অস্তিত্বের পাশে
থেকে যাবো কান্না হয়ে তোমার গহীনে...!!
ক্ষমা করো আমায়-
হয়তো আর মুছে দিতে পারবো না
তোমার দু'চোখের অশ্রু.......!!