এমন কি হতে পারে না?


তোমার সাথে হঠাৎ দেখা হলো মতিঝিল
চমকে দিয়ে বললে- ‘চল’
ট্রাফিক পুলিশ গেল ভড়কে
কি ভেবে যেন তুলল হাত
থেমে গেল নগরের যান চলাচল
অবাঞ্ছিত যত কোলাহল।


কেউ একজন শুধু বাজালো সুখের সুর
যে রিকশাওয়ালা, সে বলল- কতদূর?
তুমি ততক্ষণে রিকশায়
আমার হাত ধরে বললে- চলো বহুদূর।


তারপর শুরু হলো ছুটে চলা
এলোমেলো হাওয়া আর রিকসা হুডখোলা
এভাবে, তুমি আর আমি
মতিঝিল হতে মহাখালী
কিংবা, মতিঝিল হতে তালতলা।


বলো এমন কি হতে পারে না?