প্রেম মানে- ২৫শে এপ্রিল
ফুটপাত ধরে দুপুরে হাঁটা
অফিস ফাঁকি
আর-
আগারগাঁও জাদুঘরে
একটানা একখানে বসে থাকা বাকিটাদিন।


প্রেম মানে-
তোমার বাসন্তি রংয়ের শাড়ি
সবুজ মাঠে ছড়ানো শাড়ির আঁচল
আঁচলের আড়ালে
আমার রৌদ্র-পোড়া মুখ।


প্রেম মানে- তুমি;
তোমার হাত-ভরা কাঁচের চুড়ি
কানে কানে বলা দু’একটা শব্দ, হাসি
এবং-
গভীর রাতে কান পেতে শোনা
উতলা হৃদয়ের অস্থির কাঁপন।


প্রেম মানে- অনেক পরন্ত বিকেল
পথহারা মৃদু হাওয়া
সে হাওয়ায় ডানা মেলা
ললাটে তোমার কয়েকটা অবাধ্য চুল।


প্রেম মানে-
মধ্যরাতের ফোন, অকারণ অভিমান
প্রেম মানে- তোমার হাত ধরে থাকা
বাছাই করা ভালবাসার গান।


প্রেম মানে-
শাহ আলী মার্কেট, গোলচত্বর,
তালতলা ফুটপাত, আগারগাঁও মোড়।


প্রেম মানে- তোমার দেয়া খয়েরি শার্ট, একতোরা ফুল
প্রেম মানে- তুমি-আমি, আমাদের কিছু ভুল।


প্রেম মানে –
তোমাকে নিয়ে লেখা কবিতা, সাজানো পৃথিবী;
প্রেম মানে- স্মৃতির দেয়ালে সাঁটা
দুজনার অনেক রঙ্গিন ছবি।


প্রেম মানে-  
তুমি ও তোমার হাসি-ভরা মুখ
তোমার বিশ্বাস;
প্রেম মানে- আমি কিছু নই,
শুধু-
তোমার প্রতিক্ষায় পথপ্রান্তের
নিরব দীর্ঘশ্বাস।