আমার এ হাত স্পর্শ করলেই-
স্থির হয়ে যাবে অশান্ত ঢাকার ব্যস্ত সড়ক
যেন ভোর বেলা শান্ত পুকুরের জল।


যদি পাশে বস
চোখ বন্ধ করে আমার কথা ভাব
অসুস্থ্য ঢাকার অসহ্য চিৎকার হঠাৎ থেমে যাবে
এ নগর হবে যেন - মহাবন
কান পাতলেই শোনা যাবে
নিঃসঙ্গ কুকিলের মধুর কুহু ধ্বনি।


জীর্ণ এ শহরের ক্ষয়ে যাওয়া পথে
রেসের ঘোড়ার মত ছুটে চলা মানুষের ভিড়ে
আমার কাছেই পাবে শুধু তুমি
দুপুরের তন্দ্রার মতো
একটু অবসর।