যেদিন হৃদয়জুড়ে ভর করে
এক পৃথিবী বিষন্নতা;
সেদিন
দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে
পথের বাঁকে;
যে পথে
আসেন ফিরে প্রতিদিন।


ইচ্ছা করে
সেই বাঁকটাতেই দেখা হোক;
দু’চার খানা কথা হোক।


তখন আমার বিষন্নতা
সুখের হাওয়ায়
যেন টুকরো পাতা;
হারিয়ে যাবে কোন অজানায়।