ভাবছি
সার্জারিতে ডিগ্রি নেবো
তারপর,
এক ঝাঁক শালিক, মোহনচূড়া পাখি
আমার জানালার বাইরে যেদিন
নিঃসঙ্গ ডালিমের ডালে
অকারণে ভীড় জমাবে
সেদিন খুন করব
ধারাল ছুরির  তীক্ষ্ণ ফলায়  
বের করে আনব তোমার অন্ধ হৃদয়।


নির্দয় কাঁচিতে কেটে
ব্যবচ্ছেদ করব হৃদয়ের প্রতিটা কোষ;
প্রতি বিন্দু রক্ত কনা।
খুঁজে দেখব কে আছে সেখানে;
দেখব কে আছে;
ঐ হৃদয়ে আমি হীনা।


হৃদয়ে যাদের তুমি দিয়েছ আশ্রয়
যাদের লাগি বুনেছ ফসল;
গেঁথেছ মালা;
পিপাসায় দেবে বলে যাদের লাগি
রেখেছ নদীর জল;
তাদের তাড়াব আমি।


তোমার সমগ্র সত্তার এককে এককে
সেঁটে দেব
আমার লক্ষাধিক ছবি।
হৃদয়ের দেয়ালে দেয়ালে
রক্তের রঙয়ে লিখে দেব
আমার কোটি প্রেমের কবিতা।


তোমার চোখ উপড়াবো আমি
বদলে দেব অক্ষিপটের কাজ
আমার ছবিই প্রতিচ্ছবি হবে সেখানে;
অশ্রুগ্রন্থির প্রতি ফোঁটা
আমার জন্যই ঝরবে শুধু।


একদিন সার্জারিতে ডিগ্রী নেব
তারপর,
যত্ন করে তোমাকে খুন করব।
শতচ্ছিন্ন দেহ তোমার
নতুন করে সাজাব আবার;
আমার জন্যই প্রাণ দেব তাতে।


তোমার দেখা সব স্বপ্ন হবো আমি
তোমার বলা গল্প, কথা;
আমার করে নেব একদিন।


আমি হবো তোমার আকুল প্রাণের উতলা ডাক
আমিই হবো তোমার চৈত্র, ফাগুন
শ্রাবণ, বৈশাখ।